UPI New Rules : আমাদের দেশে ডিজিটাল অর্থনৈতিক পরিকাঠামোতে ইউপিআই (UPI) একটি যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। এখন প্রতিদিন সাধারণ মানুষ কোটি কোটি লেনদেন সম্পন্ন হচ্ছে এই সহজ ও ঝামেলাবিহীন পদ্ধতির মাধ্যমে। তবে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ইউপিআই ব্যবহারে আসতে চলেছে বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ পরিবর্তন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই মর্মে একটি গেজেট সার্কুলার প্রকাশ করে জানিয়েছে যেখানে কিছু নির্দিষ্ট ইউপিআই ক্যাটাগরির সুবিধা বৃদ্ধি করা হবে।
আর এদিকে এই নতুন নিয়মগুলো শুধুমাত্র একটি সাধারিত অর্থনৈতিক পরিবর্তন নয়, বরং এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ায় একটি বড় পদক্ষেপ হতে চলেছে । বিশেষ করে ব্যবসায়ী ও ট্যাক্স পেমেন্ট সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম প্রভাব ফেলবে বিশালভাবে বলে জানা যাচ্ছে । আসুন দেখে নেওয়া যাক, নতুন নিয়মে কী কী বদল আসছে, কে কতটা উপকৃত হতে চলেছেন এবং সাধারণ গ্রাহকদের কী জেনে রাখা প্রয়োজন।
ইউপিআই: একটি বিপ্লব, যার শুরু হয়েছিল সাধারণ মানুষের জন্য
ডিজিটাল ভারত স্বপ্নকে বাস্তব রূপ দিতে ইউপিআই ব্যবস্থা ২০১৬ সালে দেশজুড়ে চালু হয়েছিল। মাত্র কয়েক বছরেই এটি হয়ে উঠেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ডিজিটাল পেমেন্ট মাধ্যমে সঙ্গে বিশ্বে প্রথমও। যেকোনও সময়, যেকোনও স্থান থেকে মুহূর্তের মধ্যে টাকা পাঠানো বা গ্রহণ করার সুবিধা দিয়েছে এই ইউপিআই।
এদিকে ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইউপিআইয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৫ কোটি লেনদেন হয়ে থাকে। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি সংস্থা, রিটেইল কাস্টমার থেকে শুরু করে নানা ই-কমার্স প্ল্যাটফর্ম – প্রত্যেকেই আজ ইউপিআইয়ের উপর নির্ভরশীল।
নতুন নির্দেশিকা কী বলছে?
NPCI-এর তরফে ২৪ আগস্ট, ২০২৪ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে , কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ইউপিআই লেনদেনের সর্বোচ্চ সীমা আরও বাড়ানো হচ্ছে। এই নির্দেশিকা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন কটে সীমা কার্যকর হবে এবং তা মানতে বাধ্য থাকবে সমস্ত PSP (Payment Service Providers), ব্যাংক এবং ইউপিআই অ্যাপস যেমন Google Pay, PhonePe, Paytm, BHIM ইত্যাদি।
এদিকে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল বড় অঙ্কের আর্থিক লেনদেনে ইউপিআই ব্যবহারের পথ আরও সুগম করা, বিশেষ করে সরকারি ট্যাক্স পেমেন্ট, ইনস্টিটিউশনাল বিল, মেডিকেল বিল, প্রফেশনাল সার্ভিস পেমেন্ট ইত্যাদি ক্ষেত্রে প্রভাব বিস্তার করা।
কত টাকা পর্যন্ত লেনদেন করা যাবে?
আগে যেখানে P2P অর্থাৎ পার্সন-টু-পার্সন লেনদেনে সীমা ছিল ১ লক্ষ টাকা পর্যন্ত। তবে, নতুন নির্দেশিকায় নির্দিষ্ট ব্যবসায়িক শ্রেণির জন্য এই সীমা বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা পর্যন্ত। বিশেষ করে ট্যাক্স পেমেন্ট ও হাই-ভ্যালু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে এই সীমা কার্যকর হবে বলে জানা যায়।
আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে — এই সীমা সব মার্চেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শুধুমাত্র “ভেরিফায়েড মার্চেন্ট”-দের জন্যই এই সীমা বাড়ানো হয়েছে বলে জানা যায়। অর্থাৎ যেসব মার্চেন্ট NPCI-এর গাইডলাইন অনুসারে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছেন, শুধুমাত্র তাঁরাই এই সুবিধা পেতে চলেছেন।
ভেরিফায়েড মার্চেন্ট বলতে কী বোঝানো হচ্ছে?
ভেরিফায়েড মার্চেন্ট মানে সেইসব ব্যবসায়ী বা সংস্থা যাদের KYC প্রক্রিয়া সম্পন্ন করা শেষ হয়েছে, এবং যাদের লেনদেন পদ্ধতি NPCI নির্ধারিত গাইডলাইন অনুযায়ী স্বচ্ছ ও নিরাপদ হআে। এনপিসিআই বলছে, এইসব মার্চেন্টদের এক্সটেন্ডেড লেনদেন সীমা দেওয়া হবে যাতে তারা বড় অঙ্কের লেনদেন করতে পারে ইউপিআই-র মাধ্যমে অনায়াসে ।
এই উদ্যোগ ছোট ব্যবসায়ীদেরও উৎসাহিত করবে নিজেদের লেনদেন প্রক্রিয়া আরও ডিজিটাল ও স্বচ্ছ করতে চলেছে। একইসাথে ব্যাংকগুলোর দায়িত্বও বেড়েছে কারণ এখন থেকে তাদের নিশ্চিত করতে হবে যে এই সীমা যেন শুধুমাত্র সেই ব্যবসায়ীদেরই দেওয়া হয় যাঁরা পূর্ণরূপে যোগ্য হবে।
সাধারণ ইউজারদের জন্য কী পরিবর্তন?
যদিও P2P লেনদেনে সীমা পূর্বের মতোই থাকবে (১ লক্ষ টাকা), তবুও বড় কোনও ইমার্জেন্সি লেনদেন বা হাই ভ্যালু পেমেন্টের ক্ষেত্রে সাধারণ ইউজাররা নতুন সীমার সুবিধা পেতে পারেন যদি তারা নির্দিষ্ট মার্চেন্টের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। উদাহরণস্বরূপ বলা যায়, হাসপাতালে বিল পেমেন্ট, বড় পরিমাণের ট্যাক্স পেমেন্ট, হাই-এন্ড রিটেইল প্রোডাক্ট কিনতে এই নিয়ম উপকারে আসতে চলেছে
কেন এই পরিবর্তন জরুরি হয়ে উঠেছিল?
রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলিতে ডিজিটাল ইন্ডিয়ার অংশ হিসাবে ইউপিআই লেনদেনের পরিমাণ অভূতপূর্ব হারে বৃদ্ধি পাচ্ছে । ২০২৫ সালের শুরুতেই মাসিক ট্রানজাকশনের সংখ্যা ১০০০ কোটি ছাড়িয়ে যায় বলে জানা যায় । এই পরিস্থিতিতে বড় বড় ব্যবসায়িক ও প্রশাসনিক লেনদেনের জন্য সীমিত পরিমাণে ইউপিআই লেনদেন কিছুটা বাধা সৃষ্টি করেছে ।
উদাহরণস্বরূপ, যদি কাউকে একটি সরকারি বিলের জন্য ৩ লক্ষ টাকা পেমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে সেটি ভাগ করে পাঠাতে হত বা অন্য মাধ্যম ব্যবহার করতে হত। এখন এই সীমা বাড়ার ফলে সহজে একটি পেমেন্টেই পুরো লেনদেন সম্পন্ন করা যাবে।
নিরাপত্তা নিয়ে কী বলছে NPCI?
নতুন নিয়মের ফলে ইউপিআই ব্যবহারের পরিধি বাড়লেও NPCI-র মতে নিরাপত্তা নিয়ে কোনও আপোষ করা হচ্ছে না। বরং আরও বেশি মনিটরিং, রিয়েল টাইম ট্রানজাকশন অ্যানালিটিক্স এবং AI নির্ভর ফ্রড ডিটেকশন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে যাতে প্রতারণার ঝুঁকি কমতে চলেছে ।
এছাড়াও, এইসব বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ইউজার অথেন্টিকেশন আরও কড়া হতে চলেছে – যেমন OTP, UPI PIN, বায়োমেট্রিক ভেরিফিকেশন ইত্যাদি।
ব্যাংকগুলোর উপর বাড়ছে দায়িত্ব
এদিকে NPCI নির্দেশ অনুযায়ী, প্রতিটি সদস্য ব্যাংক নিজ নিজ অভ্যন্তরীণ নীতির ভিত্তিতে লেনদেন সীমা নির্ধারণ করতে পারবে। তবে, তা NPCI নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে থাকা চাই। এই দায়িত্ব ব্যাংকগুলিকে আরও বেশি কাস্টমাইজড পরিষেবা প্রদানের সুযোগ করপ দেবে, তবে একইসাথে দায়িত্বও বাড়াবে।
এই নিয়মের প্রভাব কোথায় সবচেয়ে বেশি পড়বে?
- মার্কেটপ্লেস ও ই-কমার্স প্ল্যাটফর্ম: এখন বড় অর্ডার ও পেমেন্ট ইউপিআই-র মাধ্যমেই সহজে সম্ভব ।
- হাসপাতাল ও হেলথকেয়ার সেক্টর: এবার হাই ভ্যালু মেডিকেল বিল পেমেন্ট ইউপিআইয়ে করা যাবে।
- এডুকেশন সেক্টর: বড় অঙ্কের ফি, ডোনেশন ইত্যাদি UPI দিয়ে সম্ভব ।
- গভর্নমেন্ট সার্ভিস: ট্যাক্স, লাইসেন্স ফি ইত্যাদির পেমেন্ট সহজ হতে চলেছে

GBU Team is an experience content writer. I Work gor 5 years in this field. I am trying to serve genuine and interest content related to auto, tech and others.