TVS Jupiter CNG Scooter: ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে বাইক বা স্কুটার এক গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হিসেবে পরিচিত। বিশেষ করে জ্বালানির দাম যেখানে আকাশ ছোয়া , তখন কম খরচে যাতায়াতের উপায় খুঁজছেন সাধারণ জনগণ। এরই মধ্যে টিভিএস কোম্পানি নিয়ে এসেছে এক অভিনব ও যুগান্তকারী আবিস্কার—TVS Jupiter CNG স্কুটার। এটি বিশ্বের প্রথম CNG চালিত স্কুটার হতে চলেছে, যার মাধ্যমে মাত্র ১ টাকায় ১ কিমি রাস্তা অতিক্রম করা সম্ভব হবে।
TVS Jupiter CNG: এক নজরে
আর এই স্কুটারটির নাম শুনেই বোঝা যায়, এটি টিভিএস জুপিটারের একটি নতুন সংস্করণ আসছে। তবে পার্থক্য হল, এটি পেট্রোল চালিত নয়, বরং এটি চলে CNG (Compressed Natural Gas)-তে চলবে। অর্থাৎ পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি যানবাহন।
জানা গিয়েছে, এই মডেল প্রথম প্রদর্শিত হয় দিল্লির অটো এক্সপো ২০২৫-এ, যেখানে বহু নতুন টু-হুইলার ও ইলেকট্রিক গাড়ির মধ্যে এই স্কুটারটি বিশেষভাবে নজর কেড়েছে।TVS সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে আসতে চলেছে।
মাত্র ১ টাকায় ১ কিমি: সত্যি কি?
টিভিএস সংস্থার মতে, এই স্কুটার মাত্র ১ টাকায় ১ কিমি চলতে সক্ষম হবে। এটি সম্ভব হয়েছে CNG-এর কম খরচ ও স্কুটারের উন্নত ইঞ্জিনের কারণে সম্ভব । এই স্কুটারে রয়েছে একটি ১.৪ কেজি ধারণক্ষমতাসম্পন্ন CNG ট্যাঙ্ক, যেটি স্কুটারের আন্ডার-সিট স্টোরেজে বসানো আছে। সংস্থার দাবি অনুযায়ী, এই ট্যাঙ্কে ১ কেজি CNG দিয়ে স্কুটারটি প্রায় ৮৪ কিমি পর্যন্ত চলতে পারে বলে কোম্পানির দাবি।
ফুল ট্যাঙ্কে স্কুটারটি ২২৬ কিমি পর্যন্ত চালানো সম্ভব হবে। এর মানে, প্রতিদিন যারা অফিস, কলেজ বা বাজারে যাতায়াত করেন, তাদের জন্য এটি হতে পারে এক অন্যতম সাশ্রয়ী চয়েস সাধারণ মানুষের জন্য ।
ইঞ্জিন ও পাওয়ারট্রেনের বিশেষত্ব
TVS Jupiter CNG স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে ১২৫ সিসির জৈব জ্বালানি নির্ভর ইঞ্জিন পরিষেবা। এটি OBD2B কমপ্লায়েন্ট, অর্থাৎ এটি সাম্প্রতিক নির্গমন বিধি মেনে তৈরি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এই ইঞ্জিন ৬০০০ আরপিএমে ৫.৩ কিলোওয়াট শক্তি এবং ৫৫০০ আরপিএমে ৯.৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে। অর্থাৎ এর পারফর্ম্যান্সও যথেষ্ট শক্তিশালী, যা শহরের ভেতর কিংবা গ্রামাঞ্চলে নির্বিঘ্নে চলতে পারবে অনায়াসে।
স্মার্ট ফিচার্স যা মন জয় করবে
টিভিএস জুপিটার CNG স্কুটারে থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার যা আগে পেট্রোল চালিত মডেলেও দেখা যাচ্ছে। যেমন:
- এলইডি হেডলাইট যা রাতে স্পষ্ট আলোর জোগান দিতে সহায়ক
- ইউএসবি চার্জার, এর ফলে আপনি যাত্রাপথে মোবাইল চার্জ রাখতে পারবেন।
- ব্লুটুথ কানেক্টিভিটি, যা চালকদের জন্য অতিরিক্ত সুবিধা।
- স্ট্যান্ড কাট-অফ ফিচার, যা স্কুটার সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করে থাকে।
এই ফিচারগুলোর মাধ্যমে স্কুটারটি শুধুমাত্র সাশ্রয়ী নয়, বরং একটি আধুনিক ও প্রিমিয়াম যানবাহনে রূপান্তরিত করা হয়েছে।
দাম কত হতে পারে?
এই মুহূর্তে টিভিএস জুপিটারের ১২৫ সিসি পেট্রোল সংস্করণের দাম ভারতীয় বাজারে প্রায় ৮৮,০০০ টাকা থেকে শুরু হয়ে ৯৯,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। CNG সংস্করণটি যেহেতু তুলনামূলকভাবে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত ব্যবস্থাপনা দাবি করে, তাই এর দাম কিছুটা বাড়তি নিতে পারে। তবে অনুমান করা হচ্ছে, দাম ৯০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে হতে পারে।
পারফরম্যান্স ও রাইড কোয়ালিটি
এই স্কুটারটির চাকা ও সাসপেনশন যথেষ্ট উন্নত মানের। ভারতের রাস্তার ধরন অনুযায়ী এটি তৈরি করা হয়েছে। এমনি সামনের দিকে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক থাকায় ব্রেকিং পারফরম্যান্সও চমৎকার। এছাড়া CNG ট্যাঙ্ক থাকলেও স্কুটারের ভারসাম্য ঠিক রাখা হচ্ছে বলে জানা যায়।
দুটি ফুয়েল সিস্টেম একসঙ্গে
এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল, এটি একটি ডুয়াল-ফুয়েল স্কুটার, অর্থাৎ এখানে CNG-এর পাশাপাশি ২ লিটার পেট্রোল ট্যাঙ্কও দেওয়া হচ্ছে। এর ফলে জরুরী অবস্থায় পেট্রোল দিয়েও চলবে এই স্কুটার। এটি গ্রাহকদের আরও বেশি সুবিধা দিয়ে থাকবে।
পরিবেশবান্ধব বিকল্প
TVS Jupiter CNG স্কুটার শুধু সাশ্রয়ীই নয়, এটি পরিবেশবান্ধবও বটে। কারণ CNG একটি পরিষ্কার জ্বালানি। পেট্রোল বা ডিজেলের তুলনায় CNG পুড়লে কম পরিমাণে কার্বন নির্গত হয়ে থাকে। এর ফলে বায়ুদূষণ কম হয় এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমানো সম্ভব হবে।
ভারতের বাজারে সম্ভাবনা
ভারত সরকার বর্তমানে ইলেকট্রিক ও CNG যানবাহন ব্যবহারে উৎসাহ বৃদ্ধি করছে। একাধিক রাজ্যে CNG স্টেশনের সংখ্যাও দ্রুত হারে বাড়ানো হচ্ছে। এমন প্রেক্ষাপটে টিভিএস-এর এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি গ্রাহকদের বিকল্প সুবিধা দেবে এবং ধীরে ধীরে দেশকে গ্রিন এনার্জির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।
কেন এই স্কুটার বেছে নেবেন?
টিভিএস জুপিটার CNG কেনার পিছনে কিছু যুক্তিসঙ্গত কারণ হল:
- পেট্রোলের তুলনায় অনেক কম খরচে যাতায়াত করা সম্ভব।
- সরকারি ও পরিবেশগত দিক থেকে সহায়ক হয়ে থাকবে।
- রক্ষণাবেক্ষণের খরচ কম হবে।
- ডুয়াল ফুয়েল সুবিধা, অর্থাৎ যেকোনো পরিস্থিতিতে চলতে সক্ষম।
- স্মার্ট ফিচার যুক্ত একটি প্রিমিয়াম রাইডিং এক্সপেরিয়েন্স বৃদ্ধি পাবে।
ভবিষ্যতের রোডম্যাপ
এদিকে টিভিএস সংস্থা জানিয়েছে, জুপিটার ছাড়াও তারা আরও কিছু মডেল CNG সংস্করণে আনতে চলেছে তারা। পাশাপাশি বিভিন্ন শহরে CNG স্টেশন তৈরি করা হচ্ছে যাতে CNG চালিত যানবাহন ব্যবহারকারীরা সুবিধা ভোগ করতে পারেন। ভবিষ্যতে এই স্কুটার এক বড় বাজার দখল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
পরিশেষে বলাই বাহুল্য যে, টিভিএস জুপিটার CNG স্কুটার নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্ভাবন হতে চলেছে। এটি সাধারণ মানুষের যাতায়াতকে অনেক সহজ করবে, খরচ কমাবে এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চলেছে। বিশ্বের প্রথম CNG স্কুটার হিসেবে ভারতের বাজারে এর সাফল্য যে পথপ্রদর্শক হতে চলেছে, তা বলাই বাহুল্য। যারা একটি সাশ্রয়ী, টেকসই ও স্মার্ট স্কুটার খুঁজছেন—তাদের জন্য TVS Jupiter CNG হতে পারে আদর্শ পছন্দের হতে চলেছে।

GBU Team is an experience content writer. I Work gor 5 years in this field. I am trying to serve genuine and interest content related to auto, tech and others.