১০ম ও ১২শ শ্রেণি পাশ ছাত্রছাত্রীদের জন্য সরকার দিচ্ছে বিনামূল্যে ল্যাপটপ,PM Free Laptop Yojana 2025

PM Free Laptop Yojana 2025: বর্তমানে আমাদের দেশে প্রযুক্তি ছাড়া পড়াশোনা কল্পনা করা যায় না। অনলাইন ক্লাস হোক বা ডিজিটাল PDFনোটস, প্রতিটি ক্ষেত্রেই একটি ল্যাপটপ হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য অপরিহার্য অংশ। কিন্তু অনেক পরিবারের পক্ষে এই সংক্রান্ত দামি ডিভাইস কেনা সম্ভব হয়ে উঠে না। জানা যাচ্ছে, সেই কথা মাথায় রেখে ভারত সরকার চালু করেছে PM Free Laptop Yojana 2025। এই স্কিমের আওতায় দেশের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা পাবে একেবারে ফ্রী ল্যাপটপ। তবে কাদের জন্য, কতটা সত্যতা রয়েছে এই খবরের আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক –

স্কিমের উদ্দেশ্য কী?

প্রধানমন্ত্রী ফ্রি ল্যাপটপ প্রকল্পের মূল লক্ষ্য হলো—

  • ডিজিটাল শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে
  • বিশেষ করে গরীব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করবে
  • অনলাইন পড়াশোনার সাথে সবাইকে যুক্ত করতে পারবে
  • শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে পারবে

এও জানানো হয়েছে, এই ল্যাপটপগুলি পড়াশোনার জন্য উপযোগী এবং শিক্ষাবিষয়ক সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকবে।

কী কী ডকুমেন্ট লাগবে?

স্কিমের জন্য আবেদন করতে হলে নিচের নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করার দরকার আছে :

  1. ✅ আধার কার্ড
  2. ✅ স্কুল বা কলেজ আইডি কার্ড
  3. ✅ জন্মের প্রমাণ (মেট্রিক পাশ সার্টিফিকেট)
  4. ✅ দশম বা দ্বাদশ শ্রেণির মার্কশিট
  5. ✅ বাসস্থানের প্রমাণ (বাসিন্দা সনদ)
  6. ✅ আয় সার্টিফিকেট
  7. ✅ জাতি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  8. ✅ সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো
  9. ✅ মোবাইল নম্বর ও ইমেল আইডি

কীভাবে আবেদন করবেন? (Step-by-step)

আপনি যদি এই প্রকল্পের আওতায় আবেদন করতে ইচ্ছুক,  তাহলে আপনাকে নিচের অনলাইন ধাপগুলো অনুসরণ করতে হবে:

  1. নিজের রাজ্যের সরকারি ওয়েবসাইটে যেতপ হবে (যেখানে ফ্রি ল্যাপটপ স্কিম চালু হয়েছে)
  2. ✅ “Free Laptop Yojana 2025” অপশনটি খুঁজে বের করতে হবে
  3. ✅ সেখানে ক্লিক করে অনলাইন আবেদন ফর্ম খুলতে হবে
  4. ✅ নিজের নাম, ঠিকানা, ক্লাস, মার্কশিট ও অন্যান্য তথ্য সঠিকভাবে দিতে হবে
  5. ✅ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে
  6. ✅ সাবমিট করার আগে আবার একবার সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে
  7. ✅ আবেদন সম্পূর্ণ হলে একটি Acknowledgement Number পাবেন, সেটি সংরক্ষণ করতে হবে

কখন আসবে ল্যাপটপ?

এদিকে সরকারি তথ্য অনুযায়ী জানা যায়, আবেদন যাচাইয়ের পর নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে আগামী কয়েক মাসের মধ্যেই ল্যাপটপ বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে থাকে । অনেক রাজ্যে ইতিমধ্যেই প্রথম ধাপে বিতরণ শুরু হয়েছে বলে জানা যায়।

কোন রাজ্যগুলিতে চালু হয়েছে এই ফ্রি ল্যাপটপ প্রকল্প?

এই স্কিমটি বর্তমানে ভারতের একাধিক রাজ্যে শুরু হয়েছে বলে জানা যায় । যেমন:

  1. রাজস্থান
  2. বিহার
  3. ঝাড়খণ্ড
  4. উত্তরপ্রদেশ
  5. গুজরাট
  6. মধ্যপ্রদেশ
  7. মহারাষ্ট্র
  8. হরিয়ানা
  9. সিকিম
  10. অন্যান্য রাজ্যেও ধাপে ধাপে চালু হবে

জানা যায়, এই রাজ্যগুলির বাসিন্দারা আপাতত এই সুবিধা পাবেন। ভবিষ্যতে এটি সারা ভারতে চালু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে।

কারা এই স্কিমের সুবিধা পাবেন?

সরকারের এই স্কিমের সবচেয়ে বড় বিষয় হল, দশম (১০ম) ও দ্বাদশ (১২শ) শ্রেণি পাশ ছাত্রছাত্রীরা এতে আবেদন করে সুবিধা পেতে পারেন। বিশেষ করে যাঁরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাঁদের জন্য এই স্কিম এক বিশাল সুযোগ হতে চলেছে ।

  • যাঁরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দশম বা দ্বাদশ শ্রেণি পাশ করেছেন তাদের জন্য
  • যাঁরা বর্তমানে ৯ম, ১০ম অথবা ১২শ শ্রেণিতে পড়াশোনা করছেন
  • যাঁদের পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকা বা তার কম
  • ছাত্রছাত্রী যদি এর আগে কোনও সরকারি ফ্রি ল্যাপটপ স্কিমে সুবিধা না পেয়ে থাকেন, তবে তাঁর অগ্রাধিকার থাকবে

কাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে?

বিশেষ করে যাঁরা সত্যিই গরীব ও ভালো নম্বর পেয়ে পাশ করেছেন, তাঁরা অগ্রাধিকার পেতে পারেন। বিশেষ করে—

  • যাঁদের বাবা-মা দিনমজুর, কৃষক বা অস্থায়ী কর্মচারী আছেন
  • যাঁদের পরিবারে কেউ সরকারি চাকরিজীবী হিসেবে যুক্ত নয়
  • যাঁরা আগে কোনও সরকারি স্কিমের সুবিধা পাইনি
  • মেধাবী ছাত্রছাত্রী, বিশেষ করে ST/SC/OBC ক্যাটাগরির হলে ভালো

এই স্কিমে কীভাবে উপকার হবে?

সরকারি ল্যাপটপ পাওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, এছাড়াওতারা —

  • অনলাইন ক্লাসে অংশ নিতে পারেন সহজেই
  • ডিজিটাল স্টাডি মেটেরিয়াল ব্যবহার করার সুবিধা পাবেন
  • কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে দক্ষতা অর্জন করার সুবিধা পেতে পারেন
  • ভবিষ্যতের চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে

সতর্কতা: প্রতারণা থেকে সাবধান

এই স্কিমটি যদিও সরকারি। তাই কোনো ব্যক্তি বা প্রাইভেট সংস্থা বা কোম্পানি যদি আপনাকে ফোন করে বলে টাকা দিলে ল্যাপটপ পাবেন—তাহলে সতর্ক থাকতে হবে। জানা যায়, এই প্রকল্পে এক টাকাও খরচ করতে হয় না। সবকিছু সরকারি ওয়েবসাইট থেকেই আবেদন করার সুযোগ থাকে।

তাই এটা বলাই বাহুল্য যে, PM Free Laptop Yojana 2025 শুধুমাত্র একটি স্কিম নয়, এটি হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বদলে দিতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। যদি আপনি বা আপনার পরিবারের কেউ এই স্কিমের জন্য যোগ্য হন, তাহলে এখনই রাজ্যের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলতে পারেন।

👉 তাই সময় নষ্ট না করে দ্রুত আবেদন করলে আপনি হতে পারেন সেই সৌভাগ্যবান ছাত্র বা ছাত্রী যিনি একটি সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ পেতে পারেন।
👉 তাই এই সুযোগ হাতছাড়া করবেন না!

Disclaimer : তবে এই বিষয়টি মনে রাখবেন সরকার প্রতি এখনো পর্যন্ত এরকম কোন ঘোষণা করেননি। পাশাপাশি সরকারের তরফে কোন অফিসিয়াল নোটিশ ও প্রকাশ করা হয়নি এই সংক্রান্ত। তাই যদিও এই খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সত্যতা যাচাই করা হয়নি আমাদের তরফে। অতএব এখনো পর্যন্ত এরকম কোন খবর অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না হয়তো পরবর্তীতে পাওয়া যেতে পারে। তাই আপাতত এই ধরনের খবর এড়িয়ে চলবেন। 

Leave a Comment