মাত্র ১ লক্ষ দিয়ে ঘরে আনুন MG Comet EV ইলেক্ট্রিক গাড়ি, দেখুন নানা ফিচারস

আমাদের দেশ একদিকে ইলেক্ট্রিক যানবাহনের দিকে ঝুঁকছে। বর্তমানে দেশের ইলেকট্রিক গাড়ির বাজারে বাজেট সেগমেন্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে MG Comet EV। যারা কম আয়ে একটি আধুনিক, ফিচার-সমৃদ্ধ ও পরিবেশবান্ধব ইলেক্টিক গাড়ির স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা অপশন হতে চলেছে। এক রিপোর্টে জানানো হয়েছে, আপনি যদি মাত্র ₹৩০,০০০ মাসিক আয় করলে ঘরে আনতে পারবেন MG Comet EV।

MG Comet EV এর বর্তমান অন-রোড দাম কত?

রিপোর্ট অনুযায়ী,  MG Comet EV-এর অন-রোড দাম শুরু হচ্ছে প্রায় ₹৭.৩০ লাখ থেকে। এই দামে আপনি পাবেন একটি আধুনিক, ৪-সিটার কমপ্যাক্ট ইলেকট্রিক দারুণ গাড়ি, যেটি শহরের মধ্যে প্রতিদিনের যাতায়াতের জন্য উপযুক্ত হতে পারে। বিভিন্ন শহরে এই অন-রোড প্রাইস কিছুটা কমবেশি হতে পারে রাজ্যের রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন চার্জ ইত্যাদির ভিত্তিতে।

মাত্র ₹১ লক্ষ ডাউন পেমেন্ট দিলেই গাড়ি আপনার

আপনি যদি ₹১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেওয়ার উপযোগী হন, তাহলে বাকি ₹৬.৩০ লক্ষ টাকা লোন হিসেবে দেওয়ার সুযোগ থাকছে। এই লোন যদি ৯.৮% বার্ষিক সুদের হারে ৫ বছরের জন্য নেওয়া হয়ে থাকে, তাহলে আপনার মাসিক EMI দাঁড়াবে প্রায় ₹১৩,৪০০ টাকায়।

₹৩০,০০০ স্যালারিতে কীভাবে সম্ভব এই EMI?

মাত্র ₹১৩,৪০০ EMI দেওয়ার মাধ্যমে এই গাড়ি কিনেন এবং ভালো ইনকাম থাকে তাহলে আপনি সাধারন জীবনযাপনে সমস্যা ছাড়াই এই EMI চালাতে পারবেন। যদি আপনি ফ্যামিলি সাপোর্টেড হয়ে থাকেন বা রুমমেটের সঙ্গে থাকেন, তাহলে খরচ কম হবে এবং গাড়ির EMI দেওয়া সহজ হবে।

পাঁচ বছরে মোট কত খরচ হবে?

৫ বছরে আপনার মোট পেমেন্ট দাঁড়াবে প্রায় ₹৮ লক্ষ টাকার মতো। এর মধ্যে থাকবে মূল লোন অ্যামাউন্ট এবং সুদ মিলিয়ে সব থাকবে। আপনি চাইলে সময়ের আগে লোন ক্লোজ করতেও পারেন, তবে সেক্ষেত্রে প্রিপেমেন্ট চার্জ দিতে হতে পারে।

ইঞ্জিন নয়, ব্যাটারিতে চলে গাড়ি — জানুন রেঞ্জ ও চার্জিং খরচ

MG Comet EV-তে রয়েছে ১৭.৩ kWh লিথিয়াম আয়ন ব্যাটারি সুবিধা, যেটি একবার সম্পূর্ণ চার্জে প্রায় ২৩০ কিমি পর্যন্ত অনায়াসে চলতে পারে। AC চার্জারের মাধ্যমে এটি সহজেই চার্জ করা সম্ভব। চার্জিং খরচ খুবই কম—গড়ে মাত্র ₹৮০–₹১০০ প্রতি চার্জে, মাসিক খরচ প্রায় ₹৫০০–₹৭০০ এর মধ্যে হয়ে থাকবে।

শহরের ব্যবহারের জন্য একদম আদর্শ

MG Comet EV মূলত শহরের ট্রাফিক ও পার্কিং সমস্যাকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এটি ছোট এবং চটপটে, ফলে টাইট পার্কিং স্পেসেও সহজে ঢুকিয়ে দেওয়া সম্ভব। রোজ অফিস যাওয়া, বাজার বা কলেজে যাতায়াতের জন্য এটি একদম পারফেক্ট চয়েস হতে পারে।

আধুনিক ফিচারে ঠাসা এই গাড়ি

এই গাড়িতে রয়েছে—

  1. ২টি এয়ারব্যাগ থাকবপ
  2. রিয়ার পার্কিং ক্যামেরা থাকবে
  3. ABS + EBD
  4. ইলেকট্রনিক পার্কিং ব্রেক সিস্টেম
  5. স্মার্টফোন কানেক্টিভিটি থাকছে
  6. টাচস্ক্রিন ডিসপ্লে
  7. মাল্টি ফাংশন স্টিয়ারিং

অর্থাৎ, সেফটি ও কমফর্ট দুই-ই বজায় রাখে MG Comet EV আনা হয়েছে।

সরকারি EV সাবসিডির সুবিধা রয়েছে কিছু রাজ্যে

যদি আপনি দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, বা রাজস্থানের এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই গাড়ির উপর আপনি পেতে পারেন EV সাবসিডিও। কোথাও কোথাওর রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ মাফ করা হয়েছে। এর ফলে অন-রোড দাম আরও কমে যেতে পারে।

গাড়ির রক্ষণাবেক্ষণ খরচও কম

এটির পেট্রোল/ডিজেল গাড়ির তুলনায় ইলেকট্রিক গাড়ির মেইনটেন্যান্স খরচ অনেক কম হবে । কোনো ইঞ্জিন নেই, ক্লাচ নেই, গিয়ার নেই। এর ফলে তেল বদল, সার্ভিসিং বা বড় খরচের প্রশ্নই ওঠে না। বছরে একবার ব্যাটারি বা সফটওয়্যার চেক করালেই যথেষ্ট হবে।

রিফাইন্যান্স ও রিসেল ভ্যালুও ভালো

এক্ষেত্রে ৫ বছর EMI পরিশোধ করার পর পুরোপুরি গাড়িটি আপনার হয়ে যাবে। এরপর আপনি চাইলে এটিকে ভালো দামে বিক্রি করতে পারবেন। বর্তমানে EV গাড়ির চাহিদা বাড়ছে বলে MG Comet EV-এর রিসেল ভ্যালুও ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যাঁদের জন্য এই গাড়ি একদম পারফেক্ট

  1. চাকরিজীবী তরুণদের
  2. কলেজ পড়ুয়াদের জন্য
  3. অফিস-গামী মহিলা
  4. ছোট পরিবারের জন্য
  5. রিটায়ার্ড দম্পতিদের জন্য

আপনি চাইলে নির্দ্বিধায় এই গাড়ি ফাইন্যান্সে নিতে পারেন। যেহেতু মাইলেজ ও খরচ দুই-ই কম হয়ে থাকে, তাই মাসিক বাজেটে কোনো প্রেশার পড়ে না।

কীভাবে ফাইন্যান্সে কিনবেন MG Comet EV

  • প্রথমে নিকটস্থ MG শোরুমে যেতে হবে
  • EMI ক্যালকুলেশন ও ডাউন পেমেন্ট ডিটেলস জেনে নিতে হবে
  • প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন Salary Slip, Bank Statement জমা দিতে হবে
  • ব্যাংক বা NBFC আপনার প্রোফাইল যাচাই করে লোন মঞ্জুর করে দিবে
  • গাড়ি ডেলিভারির সময় নথিপত্র ঠিকঠাক আছে কিনা তা দেখে নিতে হবে

Leave a Comment