Jio Electric Cycle: আমরা এতদিন ধরে টেলিকম সংস্থার অন্যতম কোম্পানির হিসেবে জিও কে চিনতাম কিন্তু এবার ইভির জগতে জিওর নয়া পদক্ষেপ সাধারন মানুষকে তাক লাগিয়ে দিয়েছে।  এক্ষেত্রে এমন এক ইলেক্ট্রিক সাইকেল নিয়ে এসেছে যার মাধ্যমে অল্প টাকায় বহু দুর যাতায়াত সম্ভব হবে। অবশেষে ইলেক্ট্রনিক জগতে নয়া করে পা রাখল জিও কম্পানি। যার মাধ্যমে খুবই স্বল্প ব্যয় করে আপনি বেশি ভ্রমণ করতে পারবেন বহুদূর। সম্প্রতি জিওর তরফে এমন এক ইলেকট্রিক সাইকেল নিয়ে আসা হচ্ছে। আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক

ভারতের টেলিকম জায়ান্ট জিও (Jio) এখন আর শুধু মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবাতেই সীমাবদ্ধ থাকবে না। জানা যায়, সংস্থা এবার পা রেখেছে ইলেকট্রিক মোবিলিটি-র জগতে। আর সেই পথচলার শুরুতেই নিয়ে এসেছে Jio Electric Cycle, যা দেখতে যেমন স্টাইলিশ, তেমনি দামেও সাশ্রয়ী।

এখানে মাত্র ₹399 দিয়ে বুকিং শুরু হয়ে গেছে এই সাইকেলের, আর পুরো দাম রাখা হয়েছে মাত্র কয়েক হাজার। তবে লঞ্চ অফারে বিশেষ ছাড়ে এটি অনেক কম দামে পেতে পারেন।

Jio Electric Cycle: ডিজাইন ও স্টাইল

জিও-র নতুন ইলেকট্রিক সাইকেলের ডিজাইন একদম মডার্ন ও আর্কষণীয় করা হয়েছে

  1. ফ্রেম: হালকা কিন্তু শক্ত ধাতব ফ্রেম, যা দীর্ঘস্থায়ী ও আরামদায়ক রাইডের জন্য উপযোগী হতে পারে।
  2. ইউজার ফ্রেন্ডলি: প্রাপ্তবয়স্ক, যুবক এমনকি বয়স্ক মানুষও সহজেই চালাতে পারবেন এই সাইকেল।
  3. ইকো-ফ্রেন্ডলি: ইলেকট্রিক হওয়ায় কোন প্রকার দূষণ হয় না এবং ফুয়েলের প্রয়োজন একেবারে নেই।

তাই এই ডিজাইন শুধু শহরের রাস্তায় নয়, উপশহর বা গ্রামীণ পথেও আরামদায়ক যাত্রা দেবে।

এর ব্যাটারি ও রেঞ্জ দেখুন

জিও ইলেকট্রিক সাইকেলে ব্যবহার হয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জে দিতে পারে 120-130 কিলোমিটার রেঞ্জ

  1. চার্জিং টাইম: মাত্র 3-4 ঘণ্টায় ফুল চার্জ হতে পারে বলে কোম্পানির দাবি।
  2. পেডাল অ্যাসিস্ট মোড: ব্যাটারি শেষ হলেও পেডাল দিয়ে চালাতে পারবেন এই সাইকেল, ফলে কখনো মাঝপথে আটকে পড়ার আশঙ্কা নেই।

তাই এই রেঞ্জ শহরের দৈনন্দিন যাতায়াত, অফিসে যাওয়া, বাজার করা বা শর্ট ট্রিপের জন্য একদম পারফেক্ট হতে চলেছে।

স্মার্ট ফিচার কি

জিও তাদের সাইকেলে যুক্ত করেছে একাধিক স্মার্ট প্রযুক্তি:

  • GPS ট্র্যাকিং – সাইকেলের লোকেশন সবসময় জানা যাবে এর মাধ্যমে ।
  • ডিজিটাল ডিসপ্লে – ব্যাটারি লেভেল, গতি ও দূরত্বের তথ্য এক নজরে দেখা যাবে ডিজিটাল ডিসপ্লে তে।
  • স্মার্ট লক সিস্টেম – চুরি বা অননুমোদিত ব্যবহার রোধে উন্নত লক সিস্টেম।
  • MyJio অ্যাপ কানেক্টিভিটি – অ্যাপের মাধ্যমে সাইকেলের হেলথ রিপোর্ট জানা ব্যাটারি স্ট্যাটাস এবং লোকেশন চেক করা যাবে।

দাম ও বুকিং প্রক্রিয়া দেখুন

সাধারণত মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Jio Electric Cycle-এর দাম শুরু হচ্ছে প্রায় ₹28,999 থেকে। তবে লঞ্চ অফারে বুকিং দিলে মিলছে বড় ছাড়।

  • বুকিং অ্যামাউন্ট: মাত্র ₹399 দিয়ে প্রি-বুক করা হবে বলে জানা যায়।
  • ডেলিভারি: লঞ্চ ঘোষণার পর প্রথম পর্যায়ে মেট্রো শহরে ডেলিভারি শুরু হবে, তারপর ধীরে ধীরে অন্যান্য শহরে পৌঁছাবে সহজেই।

পরিবেশবান্ধব পরিবহন

বর্তমানে ক্রমবর্ধমান দূষণ ও জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে ইলেকট্রিক যানবাহনই হতে পারে ভবিষ্যতের প্রধান ভরসা। জিও-র এই সাইকেল শুধু সাশ্রয়ী নয়, পরিবেশের জন্যও অনেক বেশি উপকারী হতে চলেছে।

মূল স্পেসিফিকেশন এক নজরে

বৈশিষ্ট্যবিস্তারিত বিবরণ
মডেলJio Electric Cycle
রেঞ্জ120-130 কিমি
চার্জিং টাইম3-4 ঘণ্টা সময়
ব্যাটারি টাইপলিথিয়াম-আয়ন
ফিচারGPS, ডিজিটাল ডিসপ্লে, স্মার্ট লক, MyJio অ্যাপ কানেক্ট
দাম₹28,999 (অফারে কম)
বুকিং₹399

 ভবিষ্যতের পরিকল্পনা

রিলায়েন্স জিও ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে তারা আরও উন্নত রেঞ্জ, ডিজাইন এবং স্পেশাল এডিশন মডেল বাজারে আনতে চলেছে। এমনকি, কিছু মডেলে সোলার চার্জিং ফিচারও আসতে পারে।

জিও ইলেকট্রিক সাইকেল ভারতের ই-ভেহিকল মার্কেটে গেম চেঞ্জার হতে চলেছে যদি মার্কেটে আসে। কম দামে দীর্ঘ রেঞ্জ, আধুনিক ডিজাইন এবং স্মার্ট ফিচারের সমন্বয় এটিকে শহর ও গ্রাম – উভয় ক্ষেত্রেই জনপ্রিয় করবে।

জিওর অফিশিয়াল ওয়েবসাইট থেকে বা অফিসিয়ালি এখনও পর্যন্ত এই সাইকেল সম্পর্কে কোন ঘোষণা দেওয়া হয়নি। ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো আপডেট আসলে অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এখনো পর্যন্ত যেহেতু বুকিং শুরু হয়নি তাহলে আরো কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হতে পারে।

By GBU Team

GBU Team is an experience content writer. I Work gor 5 years in this field. I am trying to serve genuine and interest content related to auto, tech and others.